ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/fb_img_1738991399374.jpg)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক 'নৌকা' সংবলিত স্মৃতি স্তম্ভ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার সকাল ৮টার দিকে বেকু দিয়ে ভাঙার কাজ শুরু হলে সেখানে বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হন। বিক্ষুব্ধ জনতা স্তম্ভটি ভেঙে ওই স্থানে কোরআনের ফলক স্থাপন করে 'কোরআন চত্বর' করারও দাবি জানান।
ভাংচুরের খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতা পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা সদরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় 'তিনকোনা' নামে পরিচিত চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগের দলীয় প্রতীক 'নৌকা' সম্বলিত স্তম্ভটি নির্মাণ করা হয়। উন্নতমানের টাইলস ও পাথর ব্যবহার করে সরকারি অর্থে এটি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এটি উদ্বোধন করেছিলেন, যিনি বর্তমানে পলাতক।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।