সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কৃষকের ভাস্কর্য ভাঙচুর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/475584785_1847652596074211_3756230502027765247_n.jpg)
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে অবস্থিত কৃষকের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্যে বেতপাতার ছাতা মাথায় এক কৃষক দাঁড়িয়ে ছিলেন, তার হাতে কাস্তে, কাঁধে লাঠি আর পরনে ছিল লুঙ্গি—যেমন থাকেন একজন সাধারণ কৃষক। এই মোড়টির নামকরণ করা হয়েছিল 'কৃষাণ চত্বর'।
শুক্রবার রাতে একদল লোক মিছিল নিয়ে এসে ওই ভাস্কর্যটি ভেঙে ফেলে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙচুরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান বলেন, একদল বিক্ষুব্ধ লোক এটি ভেঙে ফেলেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।
ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। তারা সিদ্ধান্ত নেবেন।
২০২০ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নেয়ার পর মো. সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলার সৌন্দর্যবর্ধন, পর্যটন বিকাশ ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের হয়ে বেশ কিছু ভাস্কর্য ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে চালবন্দ পয়েন্টে কৃষকের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/09/475384126_1594581704545996_4899587980564468849_n.jpg)
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও তাহিরপুর উপজেলার বাসিন্দা সুলেমান আহমদ বলেন, বিশ্বম্ভরপুরের কৃষক ও বোয়ালের ভাস্কর্য, হাওর বিলাসসহ কিছু স্থাপনা এখানকার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষকের ভাস্কর্যটি ভাঙা উচিত হয়নি।
কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে আজ রোববার রাজধানীর খামারবাড়িতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি এই প্রথম শুনলাম। আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর যারা এটা করছে তারা বেকুব ছাড়া আর কিছু নয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সামনে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়।