সরকারি হস্তক্ষেপের দাবিতে সড়কে অবস্থান কর্মসূচি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/475956323_626600463116050_3336701167868473171_n.jpg)
তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাঁধার মুখে সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরা প্রবাসীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেন। এসময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ বাংলামোটর রোডে যানজট সৃষ্টি হয়েছে।
তাদের তিন দফা দাবি হলো- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পুনর্বাসন এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা।
আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে তাদের প্রতিনিধি দলকে সাক্ষাৎ করতে দেওয়া না হবে অথবা উপদেষ্টাদের কেউ এসে তাদের সঙ্গে দেখা না করবে ততক্ষণ এ আন্দোলন চলবে।
এসময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।"
আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি বলে জানান প্রবাসীরা।