নিয়োগের দাবিতে আজও শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকদের অবস্থান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/whatsapp_image_2025-02-10_at_3.58.22_pm.jpeg)
নিয়োগের দাবিতে আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে মনোনীত শিক্ষকরা।
তারা ঢাকা (তৃতীয় পর্যায়ের নিয়োগ) ও চট্টগ্রাম (চতুর্থ পর্যায়) বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের নিয়োগ বাতিল করা হয়।
বিক্ষোভকারীরা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হওয়া ছয় হাজার ৫৩১ জনকে পুনরায়া নিয়োগের দাবি জানাচ্ছেন।
বিক্ষোভকারীদের মতে, সহকারী শিক্ষকদের নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে প্রকাশ করা হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও তৃতীয় ধাপের নিয়োগে দেরি এবং জটিলতা দেখা দিয়েছে।
গতকালও তারা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
এক পর্যায়ে, পুলিশ বিক্ষোভকারী সহকারী শিক্ষক নিয়োগপ্রার্থীদের উপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোঁড়ে।