রাজশাহীর ৫ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/project.jpg)
আগামী জাতীয় সংসদ (ত্রয়োদশ) নির্বাচনে রাজশাহীর পাঁচ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন।
মনোনীতরা হলেন- রাজশাহী ১ আসন তানোর-গোদাগাড়িতে অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী ৩ আসনে পবা-মোহনপুরে অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী ৪ আসনে বাগমারায় ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী ৫ আসনে পুঠিয়া-দুর্গাপুরে নুরুজ্জামান লিটন এবং রাজশাহী ৬ আসন বাঘা-চারঘাটায় অধ্যাপক নাজমুল হক।
তবে রাজশাহী ২ আসন মহানগরীতে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি জামায়াত।