কুষ্টিয়ার ৪ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/screenshot_2025-02-10-12-29-57-32_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg)
আগামী জাতীয় সংসদ (ত্রয়োদশ) নির্বাচনে কুষ্টিয়ায় চার আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে জেলা জামায়াতের ফেসবুকে চারজন মনোনীত প্রার্থীর নাম ছবিসহ পোস্ট করা হয়।
মনোনীতরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলার আমীর উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদের নায়েবে আমীর মো আব্দুল গফুর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদে নায়েবে আমীর মো. আফজাল হোসাইন।
জেলা জামায়াতের আমীর আবুল হাশেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মুঠোফোনে বলেন, "আমরা প্রাথমিকভাবে চারজনকে মনোনীত করেছি, যাতে আগে থেকে আমাদের প্রচার-প্রচারণায় সুবিধা হয়।"
তিনি আরও বলেন, "দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিগত দিনে যত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেগুলো কোন দলের অধীনে হওয়ার থেকে অনেকটা স্বচ্ছ হয়েছে, তাই আমরা আশা করব এবারের নির্বাচনটাও স্বচ্ছ হবে, তাই আমরা আগে নির্বাচনের মাঠ গোছানোর কাজ শুরু করেছি।"