আর্জেন্টিনা থেকে ৫২,৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/img-20250213-wa0007.jpg)
খাদ্য মন্ত্রণালয়ের আমদানি করা ৫২,৫০০ মেট্রিক টন গমবাহী জাহাজ এমভি ইন্ডিগো ওমেগা আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটার দিকে কুতুবদিয়া গভীর সমুদ্রের নোঙরে এসে পৌঁছায় জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আকবর টিবিএসকে বলেন, 'জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া এ্যাংকরেজ এরিয়ায় পৌঁছানোর পর খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জয়নাল মোল্লার নেতৃত্বে গঠিত গমের নমুনা সংগ্রহকারী দল বৃহস্পতিবার সকালে আমদানি করা গমের নমুনা সংগ্রহ করেছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কাস্টমস সহ অন্যান্য প্রক্রিয়া শেষে লাইটার জাহাজের মাধ্যমে খালাস করা হবে।'
জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, পানামা পতাকাবাহী ১২.৯ মিটার ড্রাফটের এই জাহাজটি আর্জেন্টিনার নিকোচেয়া বন্দর থেকে গম নিয়ে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি ১ মাস চারদিন পর ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া আউটার এ্যাংকরেজ এরিয়ায় পৌঁছায়।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তরের চট্টগ্রাম এর উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, 'কুতুবদিয়া আউটার এ্যাংকরেজ এরিয়ায় লাইটার জাহাজের মাধ্যমে গম খালাস করে চট্টগ্রামে খাদ্য অধিদপ্তরের সাইলো জেটিতে নিয়ে আসা হবে। জাহাজের ড্রাফট কমে এলে পরবর্তীতে মাদার ভেসেলটিকে সাইলো জেটিতে এনে বাকি গম খালাস হবে। খালাসের পর গমগুলো চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হবে।'