জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ, রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/p1_standalone_container_mumitm-0768.jpg)
২০২৫ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরের আমদানি ও রপ্তানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ এবং রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে মোট রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউ (কুড়ি-ফুট সমতুল্য একক)। এর মধ্যে ৭৫ হাজার ২৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৫৩ হাজার ১৪৯ টিইইউ কনটেইনার খালি ছিল।
২০২৪ সালের জানুয়ারিতে মোট রপ্তানি কনটেইনার ছিল এক লাখ ১২ হাজার ৭৭৩ টিইইউ। এর মধ্যে ৬৩ হাজার ৬৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৪৯ হাজার ১৩৯ টিইইউ কনটেইনার খালি ছিল।
গত বছরের তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে রপ্তানি কনটেইনারের সংখ্যা ১৫ হাজার ৬১০ টিইইউ বা ১৩.৮৪ শতাংশ বেড়েছে। বিশেষ করে, এ বছর জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর ১১ হাজার ৬০০ টিইইউ-এর বেশি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং করেছে।
অন্যদিকে, আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে বন্দরে আমদানি পণ্যের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ৩৫ হাজার ২৩১ টিইইউ। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ৩৯৯ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ১১ হাজার ১৯২ টিইইউ কনটেইনার খালি ছিল।
২০২৪ সালের জানুয়ারিতে আমদানি পণ্যের এক লাখ ১৯ হাজার ৯৩৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। এর মধ্যে এক লাখ ১২ হাজার ৯৫ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং সাত হাজার ৮৪১ টিইইউ কনটেইনার খালি ছিল।
গত বছরের তুলনায় এ বছর আমদানি পণ্য হ্যান্ডলিং বেড়েছে ১৫ হাজার ২৯৫ টিইইউ বা ১২.৭৫ শতাংশ। এর মধ্যে পণ্যবাহী কনটেইনার বেড়েছে ১১ হাজার ৯৪৪ টিইইউ।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এটি ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা ২০২৩ সালের ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউ এবং ২০২২ সালের ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউ-এর তুলনায় বেশি।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বিভিন্ন বৈশ্বিক সংকট কাটিয়ে ব্যবসা স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আমদানি ও রপ্তানি কার্যক্রম বেড়েছে এবং কনটেইনার হ্যান্ডলিংও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্দর কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল আমরা পেতে শুরু করেছি।'
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের শুরুতেই যে প্রবৃদ্ধি হয়েছে, তা ২০২৫ সালের জন্য কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের উন্নত কার্যক্রম এবং পানগাঁও কনটেইনার টার্মিনালে কার্যক্রম বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ চলতি বছরের ধারাবাহিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।