চট্টগ্রামের ৪ গুদামে আগুন
চট্টগ্রামের ৪ টি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫ টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ১১ টি গাড়ি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জুট (পাট) গুদাম হওয়ায় আশপাশের ৪ টি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই গুদামগুলোতে নিজস্ব অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপন করা যায়নি। পাশ্ববর্তী এলাকার পুকুরের পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।"
তিনি আরও বলেন, "অগ্নিকান্ডে কোন ব্যক্তি আহত না হলেও পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসলে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।"
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গুদাম তৈয়বুল আলম ট্রেডার্সের মালিক মোঃ ইসমাইলের শ্যালক মোঃ আবদুল আল আহাদ বলেন, "আমার দুলাভাইয়ের গুদামটি জুটের গুদাম হলেও সেখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা শীতের পোষাক ও অন্যান্য গার্মেন্টস পণ্য ছিল। আগুনে পোড়া ৪ টি গুদামের মধ্যে এটিই সবচেয়ে বড়। এই গুদামে প্রায় ৫ কোটি টাকার পণ্য ছিল। সব পণ্য পুড়ে গেছে।"
সকাল পৌনে দশটা পর্যন্ত গুদামে আগুন নির্বাপন করা সম্ভব হয়নি।