শুনানির আগে আগামী ২ দিন জাপানি মায়ের সঙ্গে থাকবে শিশুরা
জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের ১১ ও ৭ বছর বয়সী দুই মেয়েকে আগামী দুইদিন জাপানি মায়ের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার মা এরিকোর করা আপিল আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী ১৩ ও ১৪ ডিসেম্বর শিশুরা মায়ের সঙ্গে থাকবে।
একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২১ নভেম্বর এরিকোর দুই শিশুকন্যা বাংলাদেশে তাদের বাবার জিম্মায় থাকবে বলে রায় দেন হাইকোর্ট। দুই শিশুকন্যাকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ৭ ডিসেম্বর উচ্চ আদালতে আপিল করেন মা নাকানো এরিকো।
তিন মেয়ের বাবা-মা ইমরান ও এরিকো ২০০৮ সালের ১১ জুলাই জাপানি আইনমতে বিয়ে করেন।
এরিকোর আইনজীবী জানান, ইমরান ২০২১ সালের ১৮ জানুয়ারি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। কিন্তু শুনানির জন্য নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে তিনি ব্যর্থ হন। বিবাহবিচ্ছেদের প্রেক্ষিতে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে তাদের মধ্যে জটিলতা দেখা দেয়।
তিন দিন পর ইমরান তার দুই মেয়েকে টোকিওতে তাদের স্কুলের বাস স্টপ থেকে তুলে নেন এবং এরিকোর সম্মতি ছাড়াই মেয়েদের একটি ভাড়াবাড়িতে নিয়ে যান। ২১ ফেব্রুয়ারি তিনি মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে আসেন।
পরবর্তীতে গত আগস্টে নাকানো তার দুই মেয়েকে ফিরে পাওয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।