প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট ছিল: ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় সৌজন্যতার অংশ হিসেবে চলতি বছর আমের মৌসুমে ভারতের রাষ্ট্রপতির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আম পাঠিয়েছেন তা অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট ছিল বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
বুধবার তিনদিনের জন্য বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনিও নিজের হাতে বানানো মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
তিনি বলেন, "গতবার আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি বলেছেন, এগুলো অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট ছিল। উনি উনার নিজেও রাষ্ট্রপতি ভবনে নিজের তৈরি করা মিষ্টি, কেক এবং বিস্কুট নিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।"
চলতি বছরের ৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ ২৬০০ কেজি মৌসুমী ফল হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।