শ্বাসনালী পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নয়: ডা. সামন্ত লাল
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাদেরকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সকালে হাসপাতালটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, "বার্ন ইউনিটে ভর্তি ১৫ জনের মধ্যে ৩ জন আইসিইউতে, এদের একজন লাইফ সাপোর্টে আছে। এছাড়া ২ জন এইচডিইউ'তে আছেন। আইসিইউ'র প্রত্যেকে খুবই শঙ্কাজনক অবস্থায়। বাকিদেরও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, কারণ সবারই শ্বাসনালী পুড়েছে।"
এ ঘটনায় বরিশালে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে একটি মিটিংয়ের কথা জানিয়ে তিনি বলেন, "যাদের সেখানে ট্রিটমেন্ট সম্ভব, তাদের এখানে না পাঠাতে অনুরোধ করবো।"
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দগ্ধ ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
এছাড়া, হাসপাতালে ভর্তি ১৬ জন রোগীর মধ্যে একজনের কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪২ যাত্রী নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলো।