কোভিড-১৯ সংক্রমণ: ঢাকা-রাঙ্গামাটি 'রেড জোনে'
কোভিড-১৯ এবং এর ওমিক্রন ভ্যারিয়েন্টের উচ্চ সংক্রমণে ঢাকা ও রাঙামাটি জেলাকে 'রেড জোন' হিসেবে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মহামারির তীব্রতার ভিত্তিতে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর করোনাপ্রবণ জেলাগুলোকে তিনটি জোনে বিভক্ত করে একটি তালিকা প্রকাশ করেছে- এগুলো হলো রেড জোন, ইয়েলো জোন আর গ্রিন জোন।
'ইয়েলো জোন' বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৬টি জেলা। এছাড়াও গ্রিন জোনে রাখা হয়েছে ৫৪টি জেলাকে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, রাজধানীতে সংক্রমণ হার ১২.৯০ শতাংশ আর রাঙ্গামাটিতে এই হার ১০ শতাংশ।
সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর এবং রংপুরকে ইয়োলো জোন বা মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।