অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মানতে রাজি না পরিবহন মালিকরা
পরিবহন মালিকরা বলছেন, তাদের দাবি মেনে নিয়ে আসনের অর্ধেক নয়, যত সিট ততজন যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পরিবহন মালিক সমিতি বলেছে, স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে সরকার। তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না।
এর আগে বুধবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিআরটিএ) অর্ধেক যাত্রী নিয়ে গণপরিহন চালানোর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য পরিবহন মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিল বিআরটিএ।
সেখানে পরিবহন মালিক সমিতি সিটিং সার্ভিস চালানোর অনুমতি দেওয়ার জন্য সরকারকে প্রস্তাব দেয়।
সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি মৌখিক বার্তায় তাদের প্রস্তাবের অনুমোদন দিয়েছে।