রোববার থেকে ঢাকামুখী ময়মনসিংহ বিভাগের গণপরিবহন বন্ধ
গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলের বিঘ্ন ঘটা, সাথে রাস্তা খারাপ হওয়ার কারণে পরিবহন ব্যায় বেড়ে যাওয়ার সমস্যা সমাধানের দাবিতে ময়মনসিংহ বিভাগে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এর আগে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির উদ্যোগে উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ব্যানারে ২ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন করা হয়। তাতে সমস্যা সমাধান করতে ১৫ জানুয়ারি পর্যন্ত দেয়া হয়েছিল আল্টিমেটাম। বেঁধে দেয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোন উদ্যোগ না নেওয়ায় এবং এবিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে না নেওয়ায় রোববার ভোর থেকে বন্ধ হচ্ছে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকামুখী সকল গণপরিবহন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত পথ এক থেকে দের ঘণ্টা সময়ে গেলেও, গাজীপুর থেকে ঢাকার মহাখালী যেতে সময় লাগছে ৩-৫ ঘন্টার মত। এক্সপ্রেসওয়ের কাজ যেমন ঢিমে তালে এগোচ্ছে, তেমনি গাড়ি চলাচলের রাস্তাও বিভিন্ন খানাখন্দে ভরা। আমাদের পরিবহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যাত্রীরাও দু্র্ভোগে পড়ছে। তাই বিভাগের অন্যান্য জেলার নেতাদের সাথে কথা বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ'র যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে যাতায়াত ব্যবস্থার চলাচলের উপযোগী করার লক্ষ্যে দৃশ্যমান কোন উন্নয়ন না ঘটলে ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। এরই প্রেক্ষিতে কাল রোববার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে ঢাকাগামী গণপপরিবহন যোগাযোগ ব্যবস্থা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।