ওমিক্রন নয়, এখনও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাই বেশি: বিএসএমএমইউ
বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্তদের ২০ শতাংশ বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গত বছরের ৮ ডিসেম্বর থেকে এ বছরের ৮ জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত সাড়া দেশব্যাপী রোগীদের ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে বলে আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
এ সময় সংগৃহীত স্যাম্পলের ২০ শতাংশে ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমদ প্রেস ব্রিফিংয়ে জানান, মোট ৯৬টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়, যার মধ্যে ৯টি (২০%)-তে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়।
"বেশিরভাগ লোকের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের কারো মধ্যেই ওমিক্রন ছিল না।"
তবে আউটডোর ইউনিটের রোগীদের কাছ থেকে সংগৃহীত স্যাম্পলে ওমিক্রন পাওয়া গেছে বলে জানান তিনি।