২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪,৮২৮ জনের, মৃত্যু ১৫ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।
এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের।
গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।
২৪ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
এর আগের দিন করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৪ এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯০৬।
সর্বশেষ ১৫ মৃত্যু নিয়ে প্রথম শনাক্তের পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনের।
গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়ার ১৫ জনের মধ্যে ছয়জন মারা গেছেন ঢাকা বিভাগে, তিনজন ময়মনসিংহে, দুজন সিলেটে এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৮ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।