দুর্নীতির ধারণা সূচকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৭তম
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১' এ আরও এক ধাপ পিছিয়ে ১৪৭তম অবস্থানে এসেছে বাংলাদেশ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
সিপিআই ২০২১ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ০-১০০ স্কেলে ২৬। ২০২০, ২০১৯ ও ২০১৮ তেও একই স্কোর ছিল বাংলাদেশের।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। অর্থাৎ, আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান।
চলতি বছর দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, এর আগের বছর ছিল ১২তম।
চলতি বছরের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সূচকে বাংলাদেশের অবস্থান হতাশাজনক।
চলতি বছরের তালিকায় বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে নাম এসেছে ডেনমার্ক, ফিনিল্যান্ড ও নিউজিল্যান্ডের৷ আর সর্বনিম্ন অবস্থানে আছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান।