কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে বাণিজ্য মেলা বন্ধের পরামর্শ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে বাণিজ্য মেলা বন্ধের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি)।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা সাংবাদিকদের বলেন, 'সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিধি-নিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার সুপারিশ করছে কমিটি,'
তিনি বলেন, সরকার যা যা নির্দেশনা দিয়েছে তা খারাপ না কিন্তু কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে। সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরাতে হবে।
দক্ষিণ আফ্রিকায় মাস্ক পরা বাধ্যতামূলক করে সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে, বলেন তিনি।
'ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, তবুও আমরা লকডাউনের কথা বলছি না কারণ এতে জীবন জীবিকার একটি বিষয় আছে,' উল্লেখ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি আর বলেন, 'তাই লকডাউন যাতে দিতে না হয় সেজন্য জনসমাগম বন্ধ, ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। বাণিজ্য মেলা এখনই বন্ধ ঘোষণা করা উচিৎ'।
দেশে করোনা সংক্রমণের পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিনই। বাণিজ্য মেলায় প্রচন্ড ভীড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা বাস্তবিকভাবে অসম্ভব, সম্ভব হয় না সামাজিক দুরত্ব বজায় রাখা।
পাঁচ মাস পর গতকাল সোমবার দেশে দৈনিক কোভিড শনাক্ত হয় ১৫ হাজারের কাছাকাছি। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮২৮।
জানুয়ারি মাসের ২৪ দিনেই দেশে ১ লাখ ১৪ হাজার ৪২৫ জনের কোভিড ধরা পড়েছে। এ সংখ্যা বিগত তিন মাসের সম্মিলিত শনাক্তের সংখ্যার তিন গুণের বেশি।
তাছাড়া, কোভিড শনাক্তের হার পৌঁছেছে ৩২.৩৭ শতাংশে, গত বছরের ২৪ জুলাইয়ের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের হার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭-২৩ জানুয়ারি পর্যন্ত কোভিড শনাক্ত আর মৃত্যুহার বেড়েছে ১৮০.৮ শতাংশ ও ৮৮.১ শতাংশ।
এ পর্যন্ত দেশে কোভিড শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনের, মারা গেছে ২৮ হাজার ২৩৮ জন।