রূপপুরে ১০ দিনে ‘হৃদরোগ’ ও ‘মাদক সংশ্লিষ্টতায়’ ৫ রাশিয়ানের মৃত্যু
গত ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দশদিনে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ৫ জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
পুলিশ দাবি করছে, মৃত পাঁচজনের চারজনেরই মৃত্যু হয়েছে হৃদরোগের কারণে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ টিবিএসের পাবনা প্রতিনিধিকে এ কথা জানান।
পুলিশের এই কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও জানান, নিহতদের ময়না তদন্তের রিপোর্টে চারজনের হৃদরোগের উল্লেখ ছিল, আরেকজনের মাদক সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সুনির্দিষ্ট কী কারণ বলা আছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি ওসি আসাদুজ্জামান।
গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভেরটোনিকভ আলেকজান্ডার (৪৫) নামে ওই ব্যক্তি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের 'নিকিম অ্যাটোমস্ট্রয়' নামক প্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার কর্মক্ষেত্রে না যাওয়ায় তাকে খুঁজতে গিয়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপর বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২৮ জানুয়ারি রাশিয়ান নাগরিক বারচেনকো আলেক্সেইর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের (৪০) নামে আরেকজন মারা যান।
এরপর গত ৫ ফেব্রুয়ারি মারা যান আরও ২ রাশিয়ান নাগরিক। এদের একজন ইঞ্জিনিয়ার চুকিন পাভেল । তিনি ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
আরেকজনের নাম তলমাসেফ ভাইয়াসেলভের। তিনি এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার ছিলেন। চুকিন পাভেল অসুস্থ হয়ে এবং তলমাসেফ ১৪ তলা থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান বলে দাবি পুলিশ সূত্রের।