প্রতিযোগীদের তুলনায় করের হার বেশি হওয়ায় পিছিয়ে যাচ্ছে এফডিআই: বিডা
প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করের হার বেশি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন বলে মনে করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট করহার প্রতিযোগী দেশগুলোর তুলনায় কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এ কথা বলেন।
তিনি বলেন, "নতুন বিনিয়োগ প্রস্তাবে কর্পোরেট করহারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগে পাশ্ববর্তী প্রতিযোগী দেশগুলোর করহার বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। এখানে উচ্চ করহারের কারণে আগ্রহী বিনিয়োগকারীরা পরবর্তীতে বিনিয়োগ করা থেকে বিরত থাকেন।"
তিনি আরও বলেন, "অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সোর্স ট্যাক্সসহ অন্যান্য করের কারণে কর্পোরেট করহারের সামগ্রিক করভার দাঁড়ায় ৪০ থেকে ৪৫ শতাংশে। অথচ বৈশ্বিক কর্পোরেট করের গড় হার মাত্র ২১ থেকে ২৪ শতাংশ; ভিয়েতনামে এই হার ২০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ এবং মালয়েশিয়ায় ২৪ শতাংশ।"
দেশে বর্তমানে অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট করহার ৩০ শতাংশ। আগামী বাজেটে এই হার ২৮ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন তিনি।
বিডা'র প্রস্তাবে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, গুগল বা অ্যামাজনের মত প্রতিষ্ঠানগুলোকেও কর্পোরেট করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে এসব প্রতিষ্ঠান কেবল ভ্যাট পরিশোধ করছে।
এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট-এর পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
এ সময় এনবিআর-এর চেয়ারম্যান কর্পোরেট ট্যাক্সে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। বিডা, বেজা, বেপজা-কে ইঙ্গিত করে তিনি বলেন, "আপনারা সবাই একযোগে কর্পোরেট কর কমানোর কথা বলছেন। আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। কখনো কখনো এত দীর্ঘ সময় ধরে কর ছাড় দেওয়া হয় যে, এর মধ্যে ওই প্রতিষ্ঠানের (বিনিয়োগকারী) কার্যক্রমই শেষ হয়ে যায়।"
এ সময় এনবিআরের বাজেট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।