শিগগির সম্পত্তির অধিকার পাবে ট্রান্সজেন্ডার সম্প্রদায়: ভূমিমন্ত্রী
তৃতীয় লিঙ্গের মানুষের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বুধবার ভূমি ভবনে চাইল্ড ডে কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
২০১৩ সালে ট্রান্সজেন্ডারদের আলাদা লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি প্রচলিত বিভিন্ন সামাজিক ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর করে তাদের মূলধারায় আনার জন্য সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ক্রমাগত চাপ দিচ্ছে বিভিন্ন অধিকারবাদী সংগঠন। অন্যান্য অনেক মৌলিক অধিকারের মতো সম্পত্তির উত্তরাধিকার থেকেও বঞ্চিত দেশের ট্রান্সজেন্ডার সম্প্রদায়।