নতুন সিইসি কাজী হাবিবুল আওয়াল
দেশের ত্রয়োদশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগ পাওয়া চারজন হলেন জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জনাব আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ সিভিল সার্ভিসের (জুডিশিয়াল) মাধ্যমে ১৯৮১ সালে সহকারী জজ হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
তিনি বিভিন্ন জেলাযর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে যুগ্ম সচিব হিসেবে মন্ত্রণালয়ের আইন প্রণয়ন শাখায় যোগ দেন। ২০০৩ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।
২০১৪ সালে সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন।
পরবর্তীতে, ২০১৪ সালের ১ ডিসেম্বর একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসাবে নিয়োগ পান তিনি। ২০১৫ সালের ২০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।
এরপর ২০১৫ সালের ২১ জানুয়ারি আবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বঙ্গভবনে এক বৈঠকে রাষ্ট্রপতির কাছে ১০ প্রার্থীর চূড়ান্ত তালিকা হস্তান্তর করে ইসি সার্চ কমিটি।
গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়া ইসি গঠন আইনের অধীনে এই প্রথমবারের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সার্চ প্যানেলের সাতটি সভায় ৩২০ জন প্রার্থীকে বাছাই করে মনোনয়ন চূড়ান্ত করা হয়। দেশের বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে চারটি বৈঠক করেছিল কমিটি। তাদের অনেকেই বারবার ওই তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন।
পরে ৩২২ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করলেও ১০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি সার্চ প্যানেল।