রূপপুর প্রকল্পের দৈনিক কাজের সাথে নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই: পিডি
রূপপুর প্রকল্পের দৈনন্দিন কাজের সঙ্গে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ শওকত আকবর।
শুক্রবার (৪ মার্চ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ান প্রতিপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।"
তিনি আরও যোগ করেছেন, প্রকল্পের অর্থায়ন সরাসরি রাশিয়া থেকে আসে না।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার বলেন, "চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না কারণ প্রকল্পটি মস্কোর সঙ্গে সম্পূর্ণ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাস্তবায়িত হচ্ছে।"
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, "সরঞ্জাম, জনবল এবং অর্থ (প্রকল্পের জন্য) একটি একক চ্যানেলের মাধ্যমে আসছে। এখানে কোনো তৃতীয় পক্ষ জড়িত নয়। তাই, প্রকল্পটিতে সরাসরি কোনো প্রভাব পড়বে না।"