মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার রেলের কর্মচারীদের
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসে লোকোমাস্টারসহ বাংলাদেশ রেলওয়ের (বিআর) রানিং স্টাফরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে (কেআরএস) মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী মো. সাইদুর রহমান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, "বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বসব। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলব। আন্দোলনকারীদের দাবি পূরণ করা হবে।"
রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ ভোর ৫টার দিকে, ভাতা প্রত্যাহার করা নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে লোকোমাস্টাররা তাদের ধর্মঘট শুরু করেন।"
ওভারটাইম বেতন, ভাতা এবং অবসরকালীন সুবিধা বাড়ানোর দাবিতে আজ (১৩ এপ্রিল) সকালে সারাদেশে ট্রেন চলাচল স্থগিত করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ অর্থাৎ ট্রেন চালকরা।
শরিফুল ইসলাম বলেন, "রানিং স্টাফরা অবসরকালীন সুবিধার পাশাপাশি ৭৫ শতাংশ রানিং ভাতা চেয়ে তাদের ধর্মঘট শুরু করেছে, যদিও সরকার ২০২১ সালেই এটি বাতিল করেছে।"
বিআরের কর্মকর্তারা আরও জানান, হঠাৎ করে ট্রেন না আসায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।