৮১ মিলিয়নের রিজার্ভ চুরি, নিউইয়র্কে বাংলাদেশের মামলা খারিজ
৮১ মিলিয়ন ডলারের রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ২০২০ সালের সিভিল কমপ্লেইন খারিজ করেছে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট। ফিলিপাইন ডেইলি ইনকোয়ারার এর রিপোর্ট অনুযায়ী, 'কোনো এখতিয়ার না থাকায়' মামলা খারিজ করে কোর্ট।
কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র বলেন, তারা এ বিষয়ে অবগত। রায়ের অনুলিপি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২০১৬ সালে সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরি করে হ্যাকাররা। ফিলিপাইনের ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে ম্যানিলার ক্যাসিনোতে যাওয়ার পর সেই অর্থের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুই বছর আগে, রিজার্ভ চুরির মামলায় ব্লুমবেরি রিসোর্টস অ্যান্ড হোটেলস ইনকর্পোরেটেড এবং ইউচেঙ্গোর নেতৃত্বাধীন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) সহ ২০টি প্রতিষ্ঠানকে দায়ি করে বাংলাদেশ ব্যাংক।
তাদের বিরুদ্ধে 'চুরির ষড়যন্ত্রে সহায়তা করা, জালিয়াতি (আরসিবিসির বিরুদ্ধে) এবং জালিয়াতির সহায়তার' অভিযোগ দায়ের করা হয়।
ব্লুমবেরি সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) জানায়, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮ এপ্রিল অভিযোগটি খারিজ করেছে।
এই মামলা দায়ের করার আগে ২০২০ সালের মার্চে নিউইয়র্কে আরেকটি মামলায় হারে বাংলাদেশ ব্যাংক। ব্লুমবেরি তাদের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ ব্যাংক ইউএস কোর্ট অফ আপিলের কাছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া কিছু অর্থ আরসিবিসির কাল্পনিক অ্যাকাউন্টে যাওয়ার আগেই নিউইয়র্কের করেসপন্ডেন্ট ব্যাঙ্কগুলো ক্লিয়ার করে। সেই টাকা উইথড্র করার পর আর পাওয়া যায়নি।
এ ঘটনা নিয়ে একটি বিশেষ তদন্তের পর ২০১৬ সালে আরসিবিসিকে রেকর্ড ১ বিলিয়ন ফিলিপাইন পেসো জরিমানা করে ব্যাঙ্কো সেন্ট্রাল এনজি পিলিপিনাস।
পরের বছর, অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে একটি নতুন আইনে সাক্ষর করেন ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে। এই কাউন্সিলের কার্যক্রমের অধীনে আনা হয় ক্যাসিনোগুলোকেও।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা অবগত যে বাংলাদেশ ব্যাংকের ২০২০ সালের দেওয়ানি অভিযোগ নিউইয়র্কের সুপ্রিম কোর্টে খারিজ করা হয়েছে। সম্পূর্ণ রায়ের একটি অনুলিপি পাওয়ার পর আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।"