কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ১ সিংহের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহ মারা গেছে। দুই মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে নদী নামের সিংহটির মৃত্যু হয়।
এ ঘটনায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাফারি পার্ক সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত শেষে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে পার্কের একটি স্থানে গর্ত করে সিংহটির মরদেহ পুঁতে ফেলা হয়েছে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ বলছে, গত ১৯ ফেব্রুয়ারি পুরুষ সিংহ সম্রাটের কামড়ের পর থেকে অসুস্থ ছিল নদী। নদীর শরীর দুর্বল হয়ে ওজনও কমে যায়। গত ২৭ মার্চ থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল নদী।
পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, অসুস্থ সিংহটির (নদীর) উন্নত চিকিৎসার জন্য একাধিকবার মেডিকেল বোর্ড বসানো হয়েছে। সিরাম ও রক্তের নমুনা পরীক্ষা করে সিংহীর শরীরে 'ভাইরাল ইনফেকশন' পাওয়া যায়।
গত ২৩ ফেব্রুয়ারি এই সাফারি পার্কেই আরও একটি সিংহের মৃত্যু হয়।