রাস্তায় আলু ঢেলে রংপুরে কৃষকদের প্রতিবাদ
আলুর ন্যায্য দাম নিশ্চিত এবং বিদেশে রপ্তানির দাবিতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের কৃষকরা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর সাতমাথা কুড়িগ্রাম -রংপুর আঞ্চলিক মহাসড়কে প্রতিবাদ জানান কৃষকরা।
আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, এবার কেজিপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২ থেকে ১৩ টাকা।কিন্তু মাঠ পর্যায়ে আলু বিক্রি হচ্ছে আট থেকে ১০ টাকা কেজিতে। আর এত কম দামে বিক্রি করলে লোকসান গুনতে হচ্ছে আলু চাষীদের।
আজ বেলা ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন তারা।
প্রতিবাদকারীদের মধ্যে একজন কৃষক নরুল ইসলাম বলেন, দেশ ভোজ্য তেল চিনি ডাল সহ সব কিছুর দাম বেশি। কিন্তু আলুর দাম অনেক কম, আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে।
মহানগরীর মাহিগঞ্জ এলাকার কৃষকরা রেজাউল করিম বলেন, চাষিদের হাতে কিছুই নেই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সব শেষ হয়ে গেছে আলু চাষ করে। বড় বড় পাইকারি ব্যবসায়ীরা কম দামে আলু কিনে বেশি দামে বিক্রি করছে। জমি থেকে আলু কিনে লাভবান হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা।
কৃষক সোহেল রানা বলেন, এখান থেকে সরাসরি বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করা হোক। তা না হলে আগামী বছর থেকে আলু চাষ করা থেকে বিরত থাকব। আর সরকার যদি বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করে তাহলে লোকসান থেকে রক্ষা পাবে কৃষক।