নিউমার্কেট সংঘর্ষে অ্যাম্বুলেন্স ভাংচুরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকার নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও দোকান কর্মচারীদের মধ্যে সহিংস সংঘর্ষের সময় একটি অ্যাম্বুলেন্স ভাংচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অ্যাম্বুলেন্সের মালিক মোঃ সুজন বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে একটি ফাস্ট ফুডের দোকানে দ্বন্দ্বের পর ১৯ এপ্রিল নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের একটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়।
এ সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। গত ২২ এপ্রিল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর হামলা এবং সংঘর্ষের সময় সম্পত্তির ক্ষয়-ক্ষতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।