হজ ফ্লাইট শুরু ৩১ মে, ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা
আগামী ৩১ মে থেকে এবারের হজ ফ্লাইট শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, চলতি বছর বাংলাদেশ বিমান ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার যাত্রী পরিবহন করবে। সৌদিয়া এয়ারলাইনসও একই পরিমাণ যাত্রী নেবে।
বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে টিকিট প্রতি ১ লাখ ৪০ হাজার টাকা।
প্রতিমন্ত্রী বলেন, "জ্বালানির দাম বাড়ার কারণে এবার টিকিটের দাম কিছুটা বেশি। তবুও হজযাত্রীদের কথা মাথায় রেখে কিছুটা সাশ্রয়ী মূল্য রাখার চেষ্টা করা হয়েছে।'
এর আগে, ২০১৯ সালে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ২৮ হাজার টাকা।