আওয়ামী লীগের সাজাপ্রাপ্ত সাংসদ হাজি সেলিম দেশ ছেড়েছেন
অত্যন্ত সঙ্গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সাংসদ হাজি সেলিম। দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড থাকলেও তিনি ব্যাংককে চলে গেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তার দেশত্যাগের কথা প্রভাবশালী এই এমপির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে প্রথম আলোর একটি প্রতিবেদন।
সূত্রটি জানিয়েছে, শনিবার প্রথমে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারতে যান হাজি সেলিম। সেখান থেকে সোজা চলে যান বিমানবন্দরে। তিনি তিনটি গাড়ির একটি বহরে করে এ যাত্রা করেন। চালকদের কারোরই জানা ছিল না তারা কোথায় যাচ্ছে। হাজি সেলিমের সাথে তার পরিবারের কোনো সদস্য ছিলেন না।
হাজি সেলিম ঘনিষ্ঠ কাউকেও সফরসঙ্গী হিসেবে নেননি। তবে তিনি যাওয়ার আগে বা পরে কেউ ব্যাংকক গিয়ে থাকতে পারে বলে ওই সূত্রটি জাতীয় দৈনিকটিকে জানায়। তাতে আরও জানা যায়, চিকিৎসার কথা বলেই তিনি দেশত্যাগ করেছেন।
হাজি সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম তার বাবার দেশত্যাগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। তবে সোলাইমান সেলিম গতকাল রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে বলেছেন, তাঁর বাবা এখন দেশে নেই।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছেড়েছেন।