বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় না: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের টিকিট পরীক্ষক (টিটিই) টিকিটবিহীন ভ্রমণের জন্য সম্প্রতি যে যাত্রীদের জরিমানা করেছেন তারা তার আত্মীয় নন।
"ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল,"
শনিবার রেলওয়ের ওই টিটিই'কে সাময়িক বরখাস্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি।
"এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই," বলেন তিনি।
"টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে" বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রীর দাবি, বরখাস্তের আদেশের সাথে তার কোন সম্পর্ক নেই, রেলওয়ের নিত্যদিনের প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করেন না তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার (৬ মে) সন্ধ্যায় শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।
এদিকে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন টিটিই শফিকুল ইসলাম।
তার দাবি, রেলমন্ত্রীর আত্মীয়দের জরিমানা করায় তাকে বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, "ঈশ্বরদী থেকে অল্পবয়সী তিন ট্রেনযাত্রী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে ওঠেন।"
"মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি সম্মান দেখিয়ে এসিও স্যারের পরামর্শে তাদের সুলভ শ্রেণির নন-এসি কোচের সাধারণ আসনে বসিয়ে দিই। আমি তাদের সঙ্গে কোনো রকম অসদাচরণ করিনি।"
রেলের বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বুধবার দিবাগত রাতে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন।
ট্রেনে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন।
এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকার জরিমানাসহ সুলভ শ্রেণির নন এসি কোচের সাধারণ আসনের টিকিট করে দেন।
ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ না করলেও ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে 'অসদাচরণে'র অভিযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, "ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ ছিল না। তবে সুন্দরবন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী তিন যাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে তারা রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে অভিযোগ দেন। বিষয়টি আমাকেও অবহিত করা হয়।"
"ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে," বলেন তিনি।
তিনি আরো জানান, আজ শনিবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রির্পোট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।