চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর কয়েকটি স্থানে অল্পসংখ্যক ডিম ছেড়েছে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালবাউস) মা মাছ। বৃহস্পতিবার (১২ মে) জোয়ারের সময় রাত সাড়ে ১১টার দিকে নদীর হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা ও আমতুয়া, নাপিতের ঘাট এবং আজিমের ঘাট এলাকায় ডিম পেয়েছেন বলে জানান সংগ্রহকারীরা।
তবে এই ডিমের সংখ্যা ১০ থেকে ২০টি।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, বৃহস্পতিবার রাতে নদীর কয়েকটি স্থানে কিছু ডিম পাওয়া গেছে। স্বাভাবিকভাবে নদীর মা মাছের পেটে যখন ডিমে ভরপুর থাকে, তখন বিচরণের সময় কিছু ডিম এমনিতেই বেরিয়ে আসে।
চলতি মাসের শুরু থেকে ডিম ছাড়ার পূর্ণ প্রজনন মৌসুম শুরু হয়েছে। নদীতে মা মাছের আনাগোনা শুরু হয়েছে। বজ্রপাতসহ ভারী বৃষ্টি হলে জোয়ার কিংবা ভাটার সময় নদীতে মা মাছের নমুনা ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে হাটহাজারী এবং রাউজান উপজেলার চারটি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়ায় রেণু পোনা ফোটানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, "বৃহস্পতিবার রাতে কিছু স্থানে ডিম পাওয়া গেছে। তবে এগুলো নমুনা ডিম নয়। জোয়ারের সময় বজ্র এবং বৃষ্টি হলে নমুনা ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।"