গুলিস্তান শপিং কমপ্লেক্সের অফিস আবারো ক্রয়ে বাধ্যের অভিযোগ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের একজন ব্যবসায়ী জানিয়েছেন, ২০০৮ সালে তিনি যে অফিস কিনেছিলেন তা আবার কেনার জন্য কর্তৃপক্ষ তাকে চাপ দিচ্ছে।
তিনি আরও জানান, প্রতিবাদ করলে তার অফিসে তালা দিয়ে রাখা হয়েছে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির পক্ষে এসব অভিযোগ করেন মো. মান্নান মিয়া।
লিখিত বক্তব্যে মান্নান মিয়া বলেন, "২০০৮ সালে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৫০০ স্কয়ারের বর্গফুটের দুইটি এবং ১ হাজার ১৫ স্কয়ার ফুটের দ্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পজিশন কিনি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, দ্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানিকে ক্ষমতা দেয়। দ্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স লিমিটেড আমাদের টাকা নিয়ে চুক্তিপত্র প্রদান করে। এ চুক্তিপত্রের দলির পাবার পর থেকে আমি আমার দোকান ভোগ দখল করে আসছি। নিয়ম মেনে সার্ভিস চার্জ পরিশোধ করে আসছি। কিন্তু বর্তমানে গুলিস্তান শপিং কমপ্লেক্সের পরিচালনা পরিষদে যারা আছেন তারা আবার নতুন করে ক্রয় ও চুক্তিপত্র দলিল নিতে বলেছে। তারা নতুন দাম নির্ধারণ করেছে প্রতি বর্গ স্কয়ার ফিট ৬ হাজার টাকা।"
মান্নান মিয়া বলেন, "বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১২ মে) মার্কেটের ১০ তলায় তালা ঝুলিয়ে দেয়। পুরো দশ তলায় পজিশনে কেনা সব দোকানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ১০ তলায় আমার অফিস ও ফ্যাক্টরির মূল ফটক তালা দিয়ে রাখা হয়েছে।"
মান্নান মিয়া জানান, এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও ডিএমপি মতিঝিল জোনের ডিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। কিন্তু এখনও কোনো সহায়তা পাননি। বিষয়টি সুরাহা করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।