হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা
এবছর হজযাত্রীদের খরচ আরও ৫৯ হাজার টাকা বেড়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ এ খবর জানিয়েছেন।
ফলে হজ প্যাকেজ-১ এখন ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকায় দাঁড়াবে। আগামী সোমবারের (৩০ মে) মধ্যে হজযাত্রীদের এই টাকা জমা দিতে হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী ৫ জুন থেকে দেশে হজ ফ্লাইট শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পারবেন।
গত ৯ এপ্রিল এক বিবৃতিতে সৌদি আরব জানায়, এ বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন।
তবে এর জন্য হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিম্নে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
এছাড়াও সৌদির বাইরে থেকে আসা হজযাত্রীদের রওনা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগের বছরগুলোতে হজযাত্রীদের সংখ্যা ২৫ লাখেও পৌঁছে যেত।