২ বছর পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু
কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (২৯ মে) এএনআই-এর প্রতিবেদনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের সুবিধার্থে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হচ্ছে"।
ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের সুবিধা নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভারত-বাংলাদেশের তৃতীয় ট্রেন পরিষেবা মিতালি এক্সপ্রেস আগামী ১ জুন থেকে চালু হতে যাচ্ছে। এই ট্রেন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির পথে চলাচল করবে।
পেট্রাপোল-বেনাপোল, সিংহবাদ-রোহনপুর, গেদে-দর্শনা এবং রাধিকাপুর-বিরল, এ চারটি সীমান্ত সংযোগের মাধ্যমে ভারত বাংলাদেশের সাথে সংযুক্ত।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা ও খুলনা থেকে কলকাতার পথে চলাচল করে।