কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে আরো তিনজন ভর্তি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহত আরো তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
গতকাল সোমবার মধ্যরাতে তাদেরকে নিয়ে আসা হয়।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মোট ১৯ জন আহতকে নিয়ে আসা হলো।
নতুন ভর্তি হওয়া তিনজন হলেন বদরুজ্জামান রুবেল (১৮), সুমন হাওলাদার (৩৪) ও ইমামুল (২৫)।
তাদের মধ্যে বদরুজ্জামানের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে; তার অবস্থা আশঙ্কাজনক।
বাকি দুইজনের অবস্থা স্থিতিশীল।
গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটে।
শতাধিক মানুষ দগ্ধ হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ৪১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।