ঢাকার সব সব জমি ও ফ্ল্যাটের মালিকই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী
রাজধানী ঢাকায় যাদের জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই-ই এক অর্থে কালো টাকার মালিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, 'বাস্তবতা হচ্ছে যে ফ্ল্যাট দুই কোটি টাকায় নিবন্ধিত হচ্ছে সেই ফ্ল্যাটের প্রকৃত দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি নিবন্ধন মাশুল পাচ্ছে না। এখানেই কালো টাকা সৃষ্টি হচ্ছে। এ বিষয়গুলো সবাইকে বুঝতে হবে।'
ঢাকা শহরে যার জায়গা আছে কিংবা যিনি জায়গা কিনছেন, শুধু তিনিই জমির প্রকৃত বাজারদর ও তা কত টাকায় নিবন্ধন হয়েছে তা বলতে পারবেন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, 'ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালোটাকার মালিক। এ জন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় যে দামে রেজিস্ট্রি হচ্ছে, প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। প্রতিটা মৌজার জন্য দাম ঠিক করে দেয়া আছে, এর বেশি দাম দেখানো যায় না। সুতরাং যেটি পারা যাবে না, কালোটাকা তো সেখানেই হয়ে আছে। কে কালোটাকার বাইরে আছেন?'
এ কারণে ঢাকা শহরে যাদের জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই এক অর্থে কালো টাকার মালিক বলে মনে করেন অর্থমন্ত্রী।