সেপ্টেম্বর থেকে নতুন তিন রুটে চালু হবে নগর পরিবহনের ২০০ বাস
ঢাকার গণপরিবহন পরিষেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস রুট রেশনালাইজেশন কমিটি (বিআরসিসি) ১ সেপ্টেম্বর থেকে তিনটি নতুন রুটে আরো ২০০টি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কমিটির ২৩তম বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
তিনটি নতুন রুট হল: ঘাটারচর (কেরানীগঞ্জ) থেকে ভুলতা (নারায়ণগঞ্জ) হয়ে ফার্মগেট; ঘাটারচর থেকে মেঘনা ঘাট (কাঁচপুর) হয়ে বসিলা (মোহাম্মদপুর) এবং সায়েন্স ল্যাব; ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিআরআরসি সভাপতি ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গত বছরের ২৬ ডিসেম্বর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এর আগে ২০১৫ সালে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক বাসের উদ্যোগ নেন।
২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যুর পর, ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র সাঈদ খোকন বিআরআরসির ব্যবস্থাপনার দায়িত্ব নেন এবং এ বিষয়ে মোট ১১টি সভা করেন।