পদ্মা সেতু নির্মাণের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সাহসিকতা: মন্ত্রিপরিষদ সচিব
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতুলনীয় দৃঢ়তা ও সাহসিকতাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ (২৫ জুন) শনিবার বেলা সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, "আমরা যে অল্প সময়ে এই কাজটি শেষ করতে পেরেছি তার একমাত্র এবং প্রধান কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিষয়টি প্রত্যক্ষভাবে দেখেছি।"
এ সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা করেছেন বলে যোগ করেন তিনি।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ দেশকে ঐক্যবদ্ধ করেছে, এটি আমাদের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক।
মন্ত্রিপরিষদ সচিব যোগ আরো বলেন, "আমি সেতুর উভয় পাশের জনগণকে তাদের সাহায্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এই মেগা প্রকল্পে ৫ হাজারেরও বেশি লোক কাজ করেছে।"
আনোয়ারুল ইসলাম বলেন, "আমি বিশেষভাবে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (কারিগরি) মো. কামরুজ্জামানের নাম উল্লেখ করতে চাই যিনি সেতু নির্মাণের জন্য তার কিডনি প্রতিস্থাপন এক বছর পেছান।"
পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, "এই সেতু আরো ১০০ বছর কর্মক্ষম থাকবে। আমরা সেতুর নিরাপত্তার জন্য সকলের সহযোগিতা চাই।"