পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ
পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ রোবাবর (২৬ জুন) এ বিষয়ে একটি তথ্য বিবরণী জারি করা হয়।
আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সেতু বিভাগের ওই তথ্য বিবরণীতে লেখা হয়, 'আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার'।
এ সময় তথ্য বিবরণীটি সব গণমাধ্যমে প্রকাশ করার জন্য আহ্বান জানানো হয়।
গতকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর শত শত যানবাহন সেতুটি ব্যবহার করতে শুরু করে।
পদ্মা সেতু দেখা এবং পারাপারের অভিজ্ঞতা নিতে কয়েকশো বাইকার আজ সকাল থেকেই পদ্মার পাড়ে হাজির হয়। রাইসুল ইসলাম নামক এক বাইকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তিনি ঢাকা থেকে বাইকে চড়ে মাত্র চার ঘণ্টায় সাতক্ষীরা পৌঁছে গেছেন।
পদ্মা সেতুতে ঘণ্টাপ্রতি ৫০-৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে পার হতে ছয়-সাত মিনিট লাগবে বলে মত প্রকাশ করেন এ বাইকার।