অনেকের নাম ফাঁস করে দিয়েছেন পরীমনি, পিয়াসা ও মৌ: সিআইডি
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার অনেক মানুষের নাম প্রকাশ করেছেন গ্রেপ্তারকৃত চিত্রনায়িকা পরীমনি এবং দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তার।
ওই অভিনেত্রী ও দুই মডেলের দেওয়া তথ্য ও নামগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি'র অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শেখ ওমর ফারুক।
এদিকে, গতকাল শনিবার পরীমনি, পিয়াসা ও মৌয়ের বাসায় তল্লাশি চালায় সিআইডি। এ সময়ে ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস এবং ওই তিনজনের ব্যক্তিগত যানবাহনও জব্দ করা হয় বলে রোববার জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে যেসব লোকের নাম উঠে এসেছে, তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর নিজ বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি ড্রাগস ও আইস-কনজিউমিং পাইপ জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
এরপর পরীমনির দেওয়া তথ্য ধরে সেদিন রাতেই বনানীতে প্রযোজক রাজের বাসায় অভিযান চালায় র্যাব।