আতিথেয়তায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বললেন সৃজিত
অতিথি আপ্যায়নে শুধু ভারতবর্ষই নয়, সারা পৃথিবীতেই বাংলাদেশিরা সেরা- এমন দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশে এসে মিথিলার সঙ্গে প্রেম, বিয়ে ও সংসার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সৃজিত-মিথিলা দম্পতি একে অন্যের প্রশংসায় মেতে ওঠেন। মিথিলা জানান, কলকাতায় শ্বশুরবাড়িতে তাকে যেভাবে বরণ করা হয়েছে, যে স্নেহ ও ভালোবাসা দেওয়া হয়েছে, তাতে তিনি মুগ্ধ।
শ্বশুরবাড়ির প্রশংসায় তার এমন পঞ্চমুখ হয়ে ওঠার বিপরীতে সৃজিত নিজের শ্বশুরবাড়িকেই সবচেয়ে এগিয়ে রাখেন। খবর জি নিউজের।
তিনি দাবি করেন, তাকে যেভাবে ২১ পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছে, মিথিলার কপালে সেটি জুটেনি।
‘কার শ্বশুরবাড়ি সেরা’- এমন প্রশ্নের জবাবে মিথিলা-সৃজিতের এ রকম আহ্লাদি জবাবে বোঝাই যাচ্ছে, দাম্পত্যজীবন দারুণ কাটছে তাদের।