আপাতত জেলেই থাকছেন রাজ কুন্দ্রা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা এবং তার সহকর্মী রায়ান থর্পের পিটিশন খারিজ করেছে বম্বে হাইকোর্ট। শনিবার সকালে তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়।
গত ২০ জুলাই মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেশন কোর্টে পিটিশনে আবেদন করেছিলেন রাজ কুন্দ্রা ও রায়ান থর্প। আপাতত আর্থার রোড জেলেই থাকতে হবে তাদের।
গত ২০ জুলাই পৃথক পিটিশনে অভিযুক্ত রাজ কুন্দ্রার আইনজীবী দাবি করেছিলেন, রাজ ভারতীয় নন, ব্রিটিশ নাগরিক। তাই পর্ন তৈরি এবং বিশেষ অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে তার গ্রেপ্তারির কারণ অবৈধ। এই মর্মে বম্বে আদালতে পিটিশন ফাইল করা হয়েছিল। এই মামলায় শনিবার সকালে দুই পক্ষের সওয়াল-জবাব শুনে রাজের দায়ের করা পিটিশন খারিজ করে বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন- পর্নো ছবি বানিয়ে পাঁচ মাসে এক কোটিরও বেশি আয় করেছেন রাজ কুন্দ্রা
গত ১৯শে জুলাই রাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে পর্ন ভিডিও তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২৭শে জুলাই ম্যাজিস্ট্রেট কোর্ট রাজ কুন্দ্রা ও রায়ান থর্পকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান।
আদালতে গত ২ আগস্ট বাদী-বিবাদী দুই পক্ষের বক্তব্য শোনার পর এই হাই প্রোফাইল মামলার রায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতি। রাজ কুন্দ্রার আইনজীবীরা জানান, তার গ্রেপ্তারি অবৈধ কারণ তাকে সিআরপিসি ৪১ (এ) নোটিশ নিয়মমাফিক দেওয়া হয়নি। যদিও সেই দাবি খারিজ করেছে মুম্বাই পুলিশ। রাতারাতি রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেনি ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা।
অন্যদিকে, সরকারি পক্ষের আইনজীবী অরুণ পাই আদালতকে জানান, মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য-প্রমাণ নষ্ট করছিলেন রাজ কু্ন্দ্রা। তার কথায়, 'যখন অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্ট করা শুরু করে দেয় তখন তদন্তকারী অফিসাররা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না, সেটা আটকাতেই হয়। সেই কারণেই এই গ্রেপ্তারি'।