আফগানিস্তানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইনস্টাগ্রামে যোগ দিলেন জোলি
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে বরাবরই নিজেকে দূরে রেখেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু এবার আর থাকতে পারলেন না। আফগানিস্তানের দুর্দশাপীড়িত মানুষের পাশে দাঁড়াতে, গেল শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে যুক্ত হয়েছেন তিনি।
সম্প্রতি 'ম্যালফিসেন্ট' তারকার কাছে একটি চিঠি পাঠিয়েছে এক আফগান কিশোরী। সেই চিঠির বার্তা সবাইকে জানাতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন জোলি।
অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। জনৈক আফগান কিশোরীর চিঠিটি প্রকাশের সময় তার নাম-ঠিকানার অংশটুকু ঝাপসা করে দিতে ভোলেননি এই তারকা।
চিঠিতে আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নিজের স্বাধীনতা হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই কিশোরী। চিঠিতে তিনি বলেন- "তালেবানরা আসার আগে আমরা সব ধরনের কাজ করতে বাইরে যেতে পারতাম, স্কুলে যেতে পারতাম। আমাদের সব রকম অধিকার ছিল তখন। কিন্তু যখনই তারা এলো...আমাদের মনে হচ্ছে যে, আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। কেউ কেউ বলে, তালেবানরা নাকি বদলে গেছে। কিন্তু আমার তা মনে হয় না। কারণ তাদের অতীত ইতিহাস খুব খারাপ।"
জোলি জানান, বিশ্বজুড়ে যেসব মানুষ নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য লড়াই করছে; তাদের গল্প তুলে ধরবেন তিনি।
নিজের পোস্টের ক্যাপশনে জোলি লিখেন, "এই মুহূর্তে আফগানিস্তানের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। তারা স্বাধীনভাবে নিজেদের মনের কথা প্রকাশ করতে পারছে না।"
"তাই আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের গল্প বিশ্বের সবাইকে জানাতে, তাদের কন্ঠস্বর সবার কানে পৌঁছে দিতে", যোগ করেন জোলি।
১১ সেপ্টেম্বরের হামলার কয়েক সপ্তাহ আগেই আফগানিস্তানে অবস্থান করছিলেন জোলি। সে সময় তিনি তালেবান শাসনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে আসা শরণার্থীদের সাথে কথা বলেন।
নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জোলি বলেন, "আরও একবার আফগানদের বাস্তুহারা হতে দেখাটা খুবই কষ্টের। নিজের দেশেই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে আছে তারা। অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাদেরকে। এত এত টাকা ও সময় ব্যয় করার পর, এত রক্তপাত ও এত মানুষ জীবন দেওয়ার পর এই পরিণতিতে আসা একটা চরম ব্যর্থতাই বলা যায়।"
"তবে আরও অনেকেই আছে যারা আফগানদের সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মত আমিও আফগানদের থেকে মুখ ফিরিয়ে নিবো না। আমিও তাদেরকে সাহায্য করার উপায় খুঁজে যাবো। আমি প্রত্যাশা করছি, আপনারাও আমার সাথে যোগ দিবেন"- এই বলে নিজের পোস্টের ইতি টানেন জোলি।
মাত্র এক দিনের মধ্যে একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে এক মিলিয়ন। জোলির প্রথম পোস্টে এক ঘণ্টার মধ্যেই ২৫,০০০ লাইক পড়েছে।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন আরও অনেক তারকা। এবার জোলিও সেই দলে যুক্ত হলেন।