আমির খানের 'ফরেস্ট গাম্প' পেছাল এক বছর
হলিউডের বিখ্যাত সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর বলিউডি রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আমির খান, এ খবর পুরনো। সিনেমার নাম 'লাল সিং চড্ডা', এ কথাও অনেকেই ইতোমধ্যে জানেন। আরও জানেন, এ বছরের বড়দিন বা ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। সে জানায় একটু সংশোধন করতে হবে!
সিনেমাটি বড়দিনেই মুক্তি পাবে, তবে এ বছর নয়; আগামি বছর। করোনাভাইরাসের কারণেই এই এক বছর পিছিয়ে দেওয়া। সোমবার আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বলা হয়, করোনা সংকটের কারণেই 'লাল সিং চড্ডা'র শুটিং বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাকি অংশের শুটিংয়ে তুরস্ক গেছেন আমির খান।
'লাল সিং চড্ডা'র পরিচালক 'সিক্রেট সুপারস্টার'খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন। তুরস্ক বিমানবন্দরে ছাইরঙা টি-শার্ট, চোখে চশমা এবং মাস্কে ঢাকা মুখে দেখা মিলেছে আমির খানের। এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতেও অনুরাগীদের আবদার মেটাতে সেখানে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন বলিউডের মিস্টার পারফেকশানিস্ট।
সিনেমাটি মুক্তির সময় পেছানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন এর চিত্রনাট্যকার অতুল কুলকার্নি। তবে সেটি যে এক বছর পিছিয়ে যাবে, অনেকেই ভাবতে পারেননি।
বলে রাখা ভালো, 'ফরেস্ট গাম্প'-এর এই রিমেকে লাল সিং চড্ডা একজন শিখ। তার গোটা দেশে যাত্রার গল্প ফুটে উঠবে এই সিনেমায়।
'রঙ দে বসন্তি'র শুটিং চলাকালেই অতুল জানতে পেরেছিলেন আমিরের অন্যতম প্রিয় সিনেমা 'ফরেস্ট গাম্প'। তারপরই ১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস অভিনীত ওই কালজয়ী সিনেমাকে ভারতীয় প্রেক্ষাপটে লিখতে শুরু করেন অতুল।
চার বছর পর, ২০১০ সালে সিনেমাটির চিত্রনাট্য শুনেছিলেন আমির। 'ফরেস্ট গাম্প'-এর সত্ত্ব কিনতে পেরিয়ে যায় প্রায় এক দশক। ২০১৯ সালের জন্মদিনে আমির খান এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে আমির খান বলেন, 'এই চরিত্রকে দেখলেই আপনি ভালোবাসবেন। লাল সিং চড্ডা ভীষণ সরল। যেকোনো বিষয়কে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। ও এমন একজন মানুষ, যে আপনার সঙ্গে মুহূর্তে একটা সংযোগ স্থাপন করে ফেলবে। যদি না আমি খুব বাজে অভিনয় করি, তাহলে বিষয়টা অন্য হবে। চরিত্রটা এতটাই মজবুতভাবে লেখা, আপনি দেখামাত্রই প্রেমে পড়ে যাবেন।'
'লাল সিং চড্ডা'য় আমির খানের বিপরীতে দেখা মিলবে করিনা কাপুর খানের। এর আগে 'থ্রি ইডিয়টস', 'তালাশ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন আমির-করিনা জুটি।
- সূত্র: হিন্দুস্তান টাইমস