আরও সংকটে সৌমিত্র, নতুন করে জ্বর, ক্যানসার নিয়েও চিন্তায় চিকিৎসকেরা
ভারতীয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ভাবাচ্ছে চিকিৎসকদের। করোনা সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক নয়, তবে তার স্নায়বিক সমস্যার গত দু-দিনে কোনো রকম পরিবর্তন হয়নি, যা যথেষ্ট উদ্বেগের।
সোমবার সন্ধ্যায় অভিনেতার মেডিকেল বুলিটিনে সে কথা জানানো হয়। তবে লড়াই পুরোদমে চালিয়ে যাচ্ছেন বাঙালির প্রিয় ফেলুদা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌমিত্রকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পরিস্থতি খুবই উদ্বেগজনক। শনিবারের পর রোববারও প্লাজমা থেরাপি দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে, যাতে তার করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে। তবে আনন্দবাজার সূত্রে খবর, অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে। মূত্রথলিতেও সংক্রমণ ধরা পড়েছে।
জানা গেছে, রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার চিকিৎসায় ১২ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রয়েছেন দুজন সরকারি হাসপাতালের চিকিৎসকও। প্রতি মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকরা।
গত ৫ অক্টোবর অভিনেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে।পরের দিন সকালেই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার থেকে অভিনেতার শারীরিক পরিস্থিতি আচমকা বিগড়ে যায়, এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
বাংলা চলচ্চিত্রে মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বাঙালির প্রিয় অপু, প্রাণের ফেলুদা, পছন্দের ক্ষীরদা। দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি, প্রার্থনা জারি রয়েছে টলিগঞ্জে ও ভক্তমহলে।