আড়াইশতম জন্মবার্ষিকীতে আসছে বিটোফেন গ্রাফিক নভেল
লুডভিগ ফান বেটোফেন। বিশ্ব সঙ্গীতের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কম্পোজার। জার্মান এই সুরস্রষ্টার জন্ম ১৭৭০ সালের ১৭ ডিসেম্বর। তার আড়াইশতম জন্মবার্ষিকী সামনে রেখে যুক্তরাষ্ট্রের কমিক বই প্রকাশনা সংস্থা জে-টু কমিকস প্রকাশ করতে যাচ্ছে গ্রাফিক নভেল।
এ বছরের নভেম্বরেই বাজারে আসবে 'ফাইনাল সিম্ফনি: অ্যা বিটোফেন অ্যান্থোলজি'।
ইউনিভার্সেল মিউজিক গ্রুপের সহযোগিতায় তৈরি হতে থাকা এই গ্রাফিক নভেলে বিটোফেনের জীবনের নানা গল্প নতুন করে ফুটিতে তোলা হচ্ছে বলে প্রকাশনা সংস্থাটি জানিয়েছে। বিটোফেনের আড়াইশতম জন্মদিনের ঠিক একমাস আগে বইটি জে-২ ও ডয়েচে গ্রামোফোনের যৌথ নির্বাচিত বিটোফেনের মিউজিক অ্যালবামের সঙ্গে একত্রে বাজারে ছাড়া হবে।
"পৃথিবীর সবচেয়ে পুরনো রেকর্ড লেবেলের অন্যতম- ডয়েচে গ্রামোফোন এ বছর নানা আয়োজনে বিটোফেনের আড়াইশতম জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, প্রথমবারের মতো 'নিউ কমপ্লিট এডিশন অব বিটোফেনস ওয়ার্ক' এবং অ্যানা-সোফি মাটার, ড্যানুয়েল ব্যারেনবম, ইয়ো-ইয়ো মা ও রুডলফ বুশবিন্ডারের মতো দুর্দান্ত শিল্পীদের নতুন মিউজিক প্রকাশ,' বিজ্ঞপ্তিতে বলেছে ডয়েচে গ্রামোফোন।
আরও বলে, 'ভিজুয়াল আর্ট ও ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে সংলাপকে উৎসাহিত করার ব্যাপারে আমরা উচ্ছ্বসিত। আশা করছি, এই নতুন প্রকল্প বিটোফেনের সঙ্গীত-জাদুর খোঁজ পেতে কমিক ভক্তদের সাহায্য করবে।'
'ফাইনাল সিম্ফনি: অ্যা বিটোফেন অ্যান্থোলজি' লিখছেন মার্ভেলের কমিক সিরিজ 'মুন গার্ল অ্যান্ড ডেভিল ডাইনোসর' ও ইমেজ কমিকসের 'রকেট গার্ল' সিরিজের রচয়িতা ব্র্যান্ডন মন্টক্লেয়ার। প্রচ্ছদ এঁকেছেন ডেভিড ম্যাক। আঁকিয়ের তালিকায় কারা কারা রয়েছেন, সেটি পরে জানানো হবে।
- সূত্র: হলিউড রিপোর্টার