ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদের পর কার্ল মার্ক্সের বই পড়ছেন গ্রিমস!
অনেকেই বলে, প্রেমে পড়লে মানুষ বদলে যায়। বিচ্ছেদের পরেও যে মানুষ বদলে যায়, তারই এক নমুনা দেখালেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সাবেক সঙ্গিনী গ্রিমস।
মাত্র কিছুদিন আগেই স্পেসএক্সের প্রতিষ্ঠাতার সঙ্গে 'আংশিক-বিচ্ছেদ' হয়েছে তার। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে তাকে কার্ল মার্ক্সের লেখা পুঁজিবাদবিরোধী বই 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' পড়তে দেখা গেল।
সমাজে একটি নির্দিষ্ট শ্রেণির হাতে সম্পদ কুক্ষিগত করে রাখার সমালোচনা করে বুর্জোয়াদের বিলুপ্তি চেয়েছিলেন জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। গ্রিমসের সেখানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির সঙ্গে তিন বছর একসঙ্গে থাকার পর এমন একটি বই হাতে তুলে নেওয়া পুরোপুরি বিপরীত ঘটনা!
ইলন মাস্কের সঙ্গে 'আংশিক-বিচ্ছেদে'র পর শুক্রবারই প্রথম জনসম্মুখে দেখা গেল ৩৩ বছর বয়সী এই কানাডিয়ান গায়িকাকে। কালো-বাদামিরঙা পোশাক পরে, বই হাতে বেরিয়েছিলেন তিনি। এ সময় তাকে খুশিমনে মার্ক্সের বইয়ের পাতা ওল্টাতে দেখা যায়, যেন তিনি রিডার্স ডাইজেস্টের সর্বশেষ কপি পড়ছেন!
এক সময় নিজেকে 'সমাজতান্ত্রিক' বলে দাবি করেছিলেন ইলন মাস্ক। কে জানে, হয়তো এই বই থেকে জ্ঞান আহরণ করে মাস্কের সঙ্গেই কথাবার্তা চালাবেন গ্রিমস!
তবে 'সমাজতন্ত্র' গ্রিমসের কাছে নতুন কিছু নয়। চলতি বছরের জুনে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সমাজতন্ত্রে পৌঁছানোর 'সবচেয়ে সহজ পথ' হিসেবে আখ্যা দিয়ে নিজের টিকটক ভক্তদের চমকে দিয়েছিলেন এই পপ তারকা।
সম্পর্কে টানাপোড়েন চললেও গণমাধ্যমে মাস্ক জানিয়েছেন, তারা দুজন এখনো ভালো বন্ধু এবং প্রায়ই দেখাসাক্ষাৎ করেন।
-
সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট