উচ্চারণের কারণে বাদ, সৌমিত্রকে ‘কাজে লাগাতে না পারা’র আক্ষেপ শ্যাম বেনেগালের
ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে 'কাজে না লাগাতে' পারার আক্ষেপে ভার হয়ে রয়েছে দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের মন। কলকাতার সংবাদ মাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'য় লেখা এক কলামে সেই অনুভূতি প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব কাঁধে নেওয়া ৮৫ বছর বয়সী এই চলচ্চিত্রকার।
ওই লেখায় ১৯৮০ সালের স্মৃতিচারণা করে শ্যাম জানান, শশী কাপুর প্রযোজিত 'কালিয়ুগ' ছবির অভিনেতা নির্বাচনের সময় রেখার বিপরীতে সৌমিত্রকে নেওয়ার পরিকল্পনা ছিল তার। করেছিলেন যোগাযোগও। প্রবল ব্যস্ততার মধ্যেও মুম্বাই এসে অডিশন দিয়েছিলেন সৌমিত্র। কিন্তু গোলমাল বাঁধে উচ্চারণে।
'চরিত্রটি হিন্দিতে কথা বলে। আর সৌমিত্রের উচ্চারণে বাঙালি ছাপ! ডাবিং করিয়ে হয়তো করানো যেত, কিন্তু সেটা করতে মন চাইল না। আর একটা উপায় ছিল, কিছু দিন হিন্দি ওয়ার্কশপ করিয়ে ওই উচ্চারণের সঙ্গে ওকে সড়গড় করিয়ে নেওয়া। কিন্তু সৌমিত্র তখন এতটাই ব্যস্ত যে, সেই সময়টা বের করা ওর পক্ষে কার্যত ছিল অসম্ভব। ফলে রাজ বাবরকে নিতে হলো,' লিখেছেন শ্যাম।
তিনি আরও লিখেন, 'আজও আমার আফসোস রয়ে গেছে, সৌমিত্রের মতো অসামান্য অভিনেতাকে কাজে লাগাতে পারিনি। আমার ধারণা, শশীর মনেও এই আফসোস ছিল।'
বলা বাহুল্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভারতীয় সময় দুপুর ১২.১৫ মিনিটে, ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা